ব্যক্তি জীবনে লেখক জোনাইদ আল হাবী একজন আত্মত্মবিশ্বাসী ও প্রতিশ্রুতিশীল মানুষ ; যিনি বিশ্বাস করেন তারুণ্যের শক্তিতে। তরুণদের এগিয়ে দিতে, তিনি ব্রত নিয়েছেন সারাজীবন তাদের তরুণদের জন্য কাজ করার। তিনি পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে IBA এর BBA তে মার্কেটিং এ। লেখক একজন উদ্যোক্তা। তিনি মনে করেন চাকরি করে দেশের জন্য যতটুকু অবদান রাখা যায়, তার চাইতেও বেশি অবদান রাখা যায় চাকরি তৈরি করে। তাঁর জীবনের লক্ষ্যই হচ্ছে একজন সফল উদ্যোক্তা হয়ে ও উদ্যোক্তা তৈরি করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনীতিতে অবদান রাখা। ছাত্রজীবনের বিভিন্ন সময়ে ৪/৫ টি ভলান্টিয়ারিং সংগঠনের সাথে কাজ করেছেন। অংশগ্রহণ করেছেন অসংখ্য ওয়ার্কশপে ও বিভিন্ন প্রতিযোগিতায় যেমন বিজনেস কেস কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন, প্রেজেন্টেশন কম্পিটিশন ইত্যাদিতে। অনেক গুলোতে হেরেছেন আবার অনেক গুলোতে জিতেছেন; হয়েছেন চ্যাম্পিয়ন, রানার আপ।
লেখক দৃঢ়ভাবে বিশ্বাস করেন একমাত্র তরুণরাই পারে দেশটাকে বদলে দিতে। আর এজন্যই তরুণদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায়, তিনি তাঁর অর্জিত বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল তৈরির মাধ্যমে যা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে আছে। লেখালেখিকে তিনি তরুণদের মধ্যে ইতিবাচকতা ছড়ানোর একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। তাঁর লেখা বইগুলো ইতিমধ্যে পাঠক মহলে অভাবনীয় সাড়া ফেলেছে; যা তাঁকে বেস্ট সেলার লেখকের খ্যাতিও এনে দিয়েছে।