মোহাম্মদ শাহরিয়ার খান
বাবা সরকারি শিক্ষক হবার সুবিধায় শৈশব কেটেছে ঢাকার আজিমপুর ও ঢাকা কলেজ এলাকায় দুরস্তপানা করে কল্পনার বীজ বুনে। বিভিন্ন চড়াই উত্রাই পেরিয়ে আজকে একজন সফল সফটওয়্যার ব্যবসায়ী। পরিবর্তন কে ছোট বেলা থেকেই নিজের করে নিতেন বলে পরিবর্তন করে দিতে চায় বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্যোগের ইকো সিস্টেম। নিজের ব্যবসার পাশাপাশি খুব ছোট আঙ্গিকে প্রতিষ্ঠা করেছিলেন সরকারি অনুমোদনপ্রাপ্ত সংগঠন 'ই-ক্লাব' (এন্ট্রেপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ), যেখানে বর্তমানে ৩৫০-এর অধিক উদ্যোক্তাদের নিয়ে একটি সামাজিক লক্ষ্য নিয়ে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। বর্তমানে তিনি ই-ক্লাব’-এর গভর্নিং বডির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরী ছেড়ে দিয়ে নিজে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হবার সাথে সাথে নীরবে চেষ্টা করে যাচ্ছেন উদ্যোক্তা কমিউনিটি ডেভেলপ করার জন্য।
এই বইটি লেখকের দ্বিতীয় বই। প্রথম বই 'উদ্যোক্তার উচ্চাকাঙ্ক্ষা' গত ২০১৯ সালের একুশের বইমেলায় প্রকাশিত হয় যেখানে একজন উদ্যোক্তার উদ্যোগী মনোভাবের গুণাবলী বিশ্লেষণ করেছেন। বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম ও ভবিষ্যৎ' বইটি উদ্যোক্তা ইকোসিস্টেম নিয়ে প্রথম লেখা হলেও এখানে রয়েছে তার অভিজ্ঞতা ও দূরদর্শিতার সমাহার, সাথে রয়েছে সার্কভুক্ত দেশগুলোর ইকোসিস্টেম সম্পর্কে কিছু ধারণা। তিনি মনে করেন একজন উদ্যোক্তা শুধু নিজে সফল হলে হবে না, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইকোসিস্টেম ডেভেলপমেন্টে নিজের কার্যকর ভূমিকা রাখা উচিত। যারা উদ্যোগী হয়েছেন বা উদ্যোক্তা হবার জন্য চিন্তা করছেন তাদের জন্য এই বইটি সহায়ক বন্ধু হিসাবে কাজ করবে।