Author : মৌরি মরিয়ম
Author : মৌরি মরিয়ম
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
আজ অনেকদিন পর পুরোনো ডায়েরী টা খুলে বসেছে নিহিন। অভিমানে যা খোলা হয়নি বহুদিন। কলরবের প্রত্যেকটা চাহনির কথা লেখা আছে এই ডায়েরীতে, আছে নিহিনের প্রত্যেকটা দীর্ঘশ্বাস এর কথা। রাগ, অভিমান, অপমান ও দুঃখের জল গড়িয়ে পড়ছে নিহিনের চোখ থেকে। রাগটা আসলে কার উপর করা উচিৎ, কলরবের উপর নাকি বাবার উপর? নাকি অদৃষ্টের উপর? বুঝতেই পারছেনা সে।
দিনগুলোর কথা মনে আছে নিহিনের। আজ থেকে ১০ বছর আগের কথা। ক্লাস টেনে পড়ত তখন। আর কলরব পড়ত ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে। বয়সের ব্যাবধান টা নেহাত কম ছিলনা। তবুও প্রতিটা বিকেল নিহিনকে দেখার জন্য দুটি চোখ উদগ্রীব হয়ে থাকত পাশের বাসার বারান্দায়। প্রথম প্রথম খুব বিরক্ত হত ও, কিন্তু আস্তে আস্তে ভাললাগাটা কিভাবে যেন চলেই এল। একটা সময় এল যখন নিহিনও অপেক্ষা করত সেই দুটি চোখে নিজেকে সমর্পণ করার জন্য। বৃষ্টি এলেই নিহিন ছাদে যেত ভিজতে, তা দেখে কলরবও যেত তার বাসার ছাদে। চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে নেমে আসত নিহিন। নূপুর পায়ে ধুম ধাম চলার শব্দে কলরব টের পেত নিহিনের অস্তিত্ব। কলরবের গিটারের টুং টাং শব্দ যেন জানান দিত অপেক্ষমান দুটি চোখের হাহাকারের কথা।
কিন্তু কলরব এত ভীতুর ডিম ছিল যে দিনের পর দিন,মাসের পর মাস শুধু দেখেই গেছে ওকে,কিছু বলার সাহস পায়নি। নিহিনেরই বা কি দায় পড়েছে যে আগ বাড়িয়ে কথা বলতে যাবে! কিন্তু এসেছিল, সেই দিনটিও একদিন এসেছিল। নিহিনের জন্মদিনে গান গেয়ে নিহিনকে উইশ করেছিল কলরব। উপহার দিয়েছিল এক গাদা চকলেট আর বেলি ফুলের মালা। সংগে ছিল একটা বিশেষ উপহার.. চিকন একটা নূপুর যার একপাশে একটা হার্টশেপ সাদা পাথর। সেদিনই শুরু হয়েছিল দুজনের পথ এক হয়ে যাওয়ার।
নূপুর টা বের করল নিহিন, অনেক বছর পড়ে ছিল এই ড্রয়ারে। কালচে হয়ে গেছে, পায়ে পড়ল। প্রথমবার পরিয়ে দিয়েছিল কলরব। কি সাহসটাই না হয়েছিল ওর! ভাবলেই এখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত বারটার পর টয়লেটে যেতে ভয় পেত যে মেয়ে, সেই মেয়ে কিনা ছাদের চাবি চুরি করে রাত ১ টার সময় ছাদে গিয়েছিল কলরবের সাথে দেখা করতে। দুটো বাসা অনেক কাছাকাছি ছিল। ছাদের দেয়াল টপকে এসে পড়েছিল কলরব।
তখন মোবাইল ছিল না নিহিনের। আর মোবাইলের প্রয়োজনও ছিল না অবশ্য। নিহিনের জানালা আর কলরবের বারান্দা তো ছিলই। রাতের পর রাত কেটেছে চোখে চোখ রেখে, হাজার কথার হাজার স্বপ্ন বুনে। মাঝখানে ছিল শুধু দুটো গ্রিলের বেড়ী। স্বপ্নের মত কেটেছিল সেই তিনটি মাস।
তারপর আর কি ঠিকই নিহিন একদিন ধরা পড়ে গেল বাবার কাছে। বাবা নিহিন কে বলেছিল, "যা হয়েছে ভুলে যাও। তুমি না জেনেই একটা ভুল করে ফেলেছ। ছেলেটা ভাল না, আমি খোঁজ নিয়েছি ওর ব্যাপারে আর কথাও হয়েছে ওর সাথে আমার।"বাবার কাছে এর বেশি আর কোন প্রশ্নের উত্তর পায়নি সেদিন নিহিন। তাকে ঘর চেঞ্জ করে অন্য ঘরে দেয়া হল। কলরব কে ফোন করে পেল না সে, মোবাইল বন্ধ। কলরবের বারান্দার দরজাটাও বন্ধ থাকত, ১০/১৫ দিন পর নতুন ভাড়াটিয়া এসে খুলেছিল সেই দরজা। কলরবের আর কোন খোঁজ পায়নি নিহিন। কেঁদে ভাসিয়েছিল অনেক রাত। অপেক্ষা করেছে অনেক দিন। তারপর অভিমানে, রাগে একসময় ভুলেও গিয়েছিল সবকিছু।
এভাবেই এগিয়ে চলছে গল্পটি.....!!!
Title | তোমায় হৃদ মাঝারে রাখবো |
---|---|
Author | মৌরি মরিয়ম |
Publisher | অধ্যয়ন |
ISBN | 9789848072455 |
Edition | 1st Published, 2019 |
Number of Pages | 136 |
Country | Bangladesh |
Language | বাংলা |