List Price: Tk. 750

Tk. 435 You Save 315 (42%)

আর রাহীকুল মাখতূম

রাবেতায়ে আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় ১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকারী রাসূল (সা:) এর শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতুম

Author : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

ক্যাটাগরি: সীরাতে রাসুল ﷺ

0 Rating / 0 Review

List Price: Tk. 750

Tk. 435 You Save 315 (42%)

Add to cart Add to Booklist

বর্তমান যুগে ঈমান নিয়ে মজবুতির সঙ্গে বেঁচে থাকা অনেক কঠিন কষ্টকর। শয়তানী শক্তিগুলি মুসলিম উম্মাহকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। আন্তর্জাতিকভাবে ইসলাম ও মুসলিম উম্মাহ যেমনি কঠিন বিভ্রান্তিতে মুর্শিদ অতিক্রম করছে, তেমনি জাতীয় অঙ্গনেও আরো কঠিন দুর্দশা বিরাজ করছে। অপরদিকে ধর্মের নামে অধর্মের সুন্নাত নামে বিদআতের বিভিন্ন রুসম-রেওয়াজ পালনের নামে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা জাতি। এহেন পরিস্থিতিতে বাংলা ভাষাভাষী মুসলমানসহ বিশ্ব-মুসলিম সম্প্রদায়ের নবী জীবনী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঠিকভাবে জানা এবং তদানুযায়ী আমলে ব্রতী হওয়া ছাড়া বিকল্প নেই।

নবী-জীবনী সঠিকভাবে জানার জন্য রাবেতায়ে আলমে আল ইসলামী (সৌদি আরব) কয়েক বছর আগে আয়োজন করেছিল বিশ্বব্যাপী এক আন্তর্জাতিক সীরাত গ্রন্থ রচনা প্রতিযোগিতা। আর ঠিক সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১১৮ টি দেশের ১১৮২ টি সীরাত গ্রন্থ হতে শীর্ষস্থান লাভ করেছিল আরবি ভাষায় রচিত বিশ্ব নন্দিত কালজয়ী সীরাত গ্রন্থ 'আর রাহীকুল মাখতুম । বাজারে যদিও এ সময় এর বঙ্গানুবাদ রয়েছে তবুও এই অনুবাদ গ্রন্থটি এক অনন্য বৈশিষ্ট্যের দাবি রাখে। কারণ, মূল কিতাবের সাথে সঙ্গতি রেখে এবং প্রয়োজনের তাগিদে কুরআন ও হাদীসের মূল আরবি ভাষ্য সংযোজন করায় এবং স্থান বিশেষ রেফারেন্স গ্রন্থের ইবারত উল্লেখ করায় এটি সত্যিই এক অনন্য গ্রন্থ হয়ে উঠেছে। তা ছাড়া ভাষার মাধুরী ও আবেগের উচ্ছাস প্রতিফলিত হয়েছে এর প্রতিটি ছত্রে ছত্রে। তাই এ অনুবাদ গ্রন্থটি পাঠক চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করি। আমার দেখা মতো এই অনুবাদ গ্রন্থটিকে সচেতন পাঠক ও বিজ্ঞ উলামা সমাজ মূল আরবি কিতাবের সঙ্গে অতি সাদৃশ্যপূর্ণ দেখতে পাবেন। বলে দৃঢ় আশা রাখি।

লাখো কোটি প্রশংসার পবিত্র উপহার ঐ সুমহান সত্তার কুদরতি কদমের নীচে সবিনয়ে পেশ করছি, যিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পাঠিয়েছেন সত্য ও সঠিক হেদায়াত ও দীন দিয়ে- যাতে তিনি জগতের সকল ধর্মের ওপর সে দীনকে বিজয় দান করেন। যিনি তাকে পাঠিয়েছেন সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা আর ভীতিপ্রদর্শনকারী রূপে। তাঁরই আদেশে মানুষকে তাঁর দিকে আহ্বানকারী রূপে; সত্য ও সঠিক পথের প্রদীপ্ত আলোকবর্তিকা রূপে। আর যিনি। তাঁকে সমৃদ্ধ করেছেন সমূহমহোত্তম আদর্শে, তাদের জন্য, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, যারা বেশি করে আল্লাহকে ডাকে। হে আল্লাহ! আপনি তাঁর ওপর ও তাঁর পরিবার-পরিজন, সাহাবায়ে কেরাম এবং যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর দলে যোগ দিবে তাদের সকলের ওপর রহমত ও অনুগ্রহ নাযিল করুন। তাদের জন্য আপনি আপনার করুণার দরিয়ায় ঢেউ তুলুন। তাদের জীবন-নদী কূলে কূলে ভরিয়ে দিন।

Title আর রাহীকুল মাখতূম
Author আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
Publisher দারুল উলূম লাইব্রেরী
Edition 2022
Number of Pages 800
Country Bangladesh
Language বাংলা
_E0_A6_B8_E0_A6_AB_E0_A6_BF_E0_A6_89_E0_A6_B0__E0_A6_B0_E0_A6_B9_E0_A6_AE_E0_A6_BE_E0_A6_A8__E0_A6_AE_E0_A7_8B_E0_A6_AC_E0_A6_BE_E0_A6_B0_E0_A6_95_E0_A6_AA_E0_A7_81_E0_A6_B0_E0_A7_80.jpg

আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

মাওলানা সফিউর রহমান মুবারকপুরী রহ. জন্ম গ্রহণ করেছিলেন ১৯৪৩ সনের ৬ জুন ভারতের উত্তর প্রদেশের মুবারকপুরের হুসাইনাবাদ নামক গ্রামে। কথিত আছে, তিনি ছিলেন ছাহাবী আবু আইয়ুব আনসারী রা. এর বংশধর। আপন পল্লী গাঁয়ে কুরআনে কারীমের মাধ্যমে তার শিক্ষা জীবনের অভিষেক হয়েছিল। পরবর্তীতে এক সুদীর্ঘ কাল পরে ১৯৭৬ সনে আরবি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রী লাভ করার মধ্য দিয়ে উপসংহার এরই মাঝে ১৯৭৬ সনের মার্চ মাসে রাবেতায়ে আলমে ইসলামীর উদ্দ্যোগে আয়োজিত আন্তর্জাতিক টেনেছিলেন। সীরাত প্রতিযোগিতায় ‘আর রাহীকুল মাখতুম' নিয়ে তিনি বিশ্বের নাট্য মঞ্চে আবির্ভূত হন । এরপর জীবনে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দাওয়াত, তাবলীগ ও তাসনীফাতের মধ্য দিয়ে খুব দ্রুতই অতিক্রম করে গিয়েছেন জীবনের প্রতিটি মনযিল। আরবি ও উর্দু ভাষায় তাঁর রচিত গ্রন্থ সংখ্যা ত্রিশোর্ধ ।

কর্মজীবনে তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও সর্বশেষ রিয়াদের মাকতাবায়ে দারুস সালামে গবেষণার দায়িত্বে নিয়োজিত ছিলেন। দল ও মত, মাযহাব ও দর্শনের বিবেচনায় যত মত-পার্থক্যই থাক, মানুষ হিসেবে একান্ত জীবনে তিনি ছিলেন সত্যিই উদার, সরল ও সাদা মনের একটি মানুষ। কারও সঙ্গেই তাঁর সম্পর্ক কখনোই সাংঘর্ষিক ছিল না। আর তাঁর অমর গ্রন্থ 'আর রাহীকুল মাখতূম' অধ্যয়ন করলেও বোঝা যায়, ব্যক্তিগত জীবনের দর্শনের লেশমাত্র ছাপও তিনি পড়তে দেননি। বরং ইলম ও ইখলাসের সবটুকু রস ও মাধুরী মিশিয়ে তিনি সীরাতে রাসুল সাল্লাল্লাহু আরাইহি ওয়া সাল্লাম কে যথাযোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। নিরবিচ্ছিন্ন মেহনত ও পরিশ্রমের ফলে জীবনের শেষ দিকে এসে তিনি মারাত্মক ভগ্নস্বাস্থ্য ও অসুস্থ হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ২০০৬ সনের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে তিনি আরও নেতিয়ে পড়েন। পরিশেষে একই বছর পয়লা ডিসেম্বরে পবিত্র জুমুআর দিন বেলা ২ টার সময় তিনি মাওলা পাকের সান্নিধ্যে পরপারে পাড়ি জমান। পৃথিবীতে আপন কীর্তির স্বাক্ষর স্বরূপ রেখে যান কালজয়ী অমর গ্রন্থ 'আর রাহীকুল মাখতুম'


Submit Your review and Ratings

Please Login before submitting a review..