এক প্যাকেট নিতু-মাহবুব

Author : তৃধা আনিকা

List Price: Tk. 350

Tk. 262 You Save 88 (25%)

নিতু পরপর দুবার ফোনটা বাজতে দেখেও রিংটোন অফ করে সরিয়ে রাখলো। তৃতীয়বারে নিতু ‘এক্সকিউজ মি' বলে বাইরে এসে ফোনটা ধরলো।
-“হ্যালো নিতু!”
-“আপনাকে কতবার বলেছি মাহবুব ভাই যখন তখন আমায় ফোন করবেন না। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এক্ষুনি একটা মিটিং এ আছি।”
মাহবুব ওপাশ থেকে কাঁদো কাঁদো স্বরে বললো,
-“এলাম পরে তুই তো একবারও নিজে থেকে আমায় ফোন করলি না নিতু।” -“দুদিন হলো মাত্র গেলেন। এর মাঝে ফোন করার কী আছে? এক যুগ তো পার হয়ে যায়নি? ওখানে টিমের সাথে আছেন, ট্রেনিং এ মন দিন না। পর দেখা যাবে এত বড় একটা ঘোড়ার ডিম নিয়ে দেশে এসেছেন।”
মাহবুবের কান্না পেয়ে গেল। নিতুটা এত পাষাণ কী করে হয়ে গেল? এমন তো নয়
কোনো জাদু-টাদু করে শক্ত করে রেখেছে নিজেকে। -“কী হলো, কথা বলছেন না কেন? ফোন করে এই নিঃশব্দ নিঃশব্দ নাটকের মানে কী? নাকি বলবেন আমি কানে শুনতে পাই না?”
মাহবুব কাঁদতে কাঁদতে ফোনে চুমু খেলো।
নিতু আরো ধমকে উঠলো -“চুমু খেলেন কেন? কেন শুনি? আমি না বলেছি আমার পারমিশন ছাড়া আমায় চুমু
খাবেন না। আমার অস্বস্তি হয়।”
-“চুমু খেলে অস্বস্তির কী আছে? আমি তোকে কত মিস করি!”
নিতু কথা থামিয়ে দিলো। -“মিস করছেন মানে কী? আমি কি মরে গেছি? এখানে আমি ভালো আছি। মিস
করে আমাকে বিরক্ত করার সাহস কী করে হয় আপনার?”
-“আমি মিস করলে তুই বিরক্ত হোস?” -“অবশ্যই হই। আজ দুপুরেও খাবার সময় দু-বার আমার জিভে কামড় পড়লো।”
মাহবুব ভেজা স্বরে বললো, -“তোর কি সাইকেলের ডেট পেরিয়েছে নিতু?”
-“ডেট পেরোবে কেন? আরো তিনদিন বাকি। সময়মতোই হবে।”

Title এক প্যাকেট নিতু-মাহবুব
Author তৃধা আনিকা
Publisher ছাপাখানা প্রকাশনী
ISBN 9789843518965
Edition 1st Published, 2022
Number of Pages 144
Country Bangladesh
Language বাংলা
author_avater

তৃধা আনিকা


Submit Your review and Ratings

Please Login before submitting a review..