Author : নাহিদ নার্ম
ভালোবাসা নিয়ে পৃথিবীতে আঁকা সবচেয়ে প্রশংসনীয় চিত্রকর্ম কোনটি ?
Author : নাহিদ নার্ম
ক্যাটাগরি: প্রি-অর্ডার বইমেলা ২০২৩ এর নতুন বই
0 Rating / 0 Review
কলেজ স্ট্রিট ধরে আমি হেঁটে চলেছি। কলকাতায় বেশ গরম পড়েছে। গরমে হাঁটা ক্লান্তিকর কিন্তু ক্লান্তি আমাকে ঘিরে ধরছে না। আমার হাতে আছে ফিওদর দস্তয়োভস্কি এর "White Nights" বা "সাদা রাত" বইটি। কাল রাত থেকে বইটি পড়ছি, ছোট বই কিন্তু শেষ করতে পারিনি। সকালে উঠে আর ঘরে থাকতে ইচ্ছে হচ্ছিলো না তাই বেরিয়ে পরেছি। কে জানে "সাদা রাত" এ বরফ পড়ার কথা পড়ে পড়েই কি মনের পড়া বরফে রাস্তার গরম কাটিয়ে দিচ্ছে? আমি গুন গুন করছি অঞ্জন দত্তের লেখা একটা গান "আমি আসবো ফিরে"। সেই গানে একটা লাইনে লেখা আছে "হয়তো সূর্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি, হয়তো বরফ পড়বে কলকাতায়, হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ, হয়তো চলবে না গাড়ি রাস্তায়। তবু আসবো আমি তোমার পাড়ায় ফিরে আসবো আমি তোমার পাড়ায়, তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়।" গানটার লাইনটার মত মনে হচ্ছে বরফ ই পড়েছে বোধকরি, তবে তা কলকাতার রাস্তায় নয়, পড়েছে আমার মনে।
আচ্ছা মানুষের মনের কল্পনা কি বাস্তবে প্রভাব ফেলতে পারে? পারে বোধকরি নইলে এমন গরমেও আমার বরফ শীতল অনূভুতি হচ্ছে কি করে? হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো ভ্যান গগ কি ভালোবাসা নিয়ে কোন চিত্রকর্ম এঁকেছিল? ভালোবাসা নিয়ে পৃথিবীতে আঁকা সবচেয়ে প্রশংসনীয় চিত্রকর্ম কোনটি?
Title | একটি বাতিল নোটের গল্প |
---|---|
Author | নাহিদ নার্ম |
Publisher | অনন্যা |
Edition | 2023 |
Country | Bangladesh |
Language | বাংলা |