ধরুন, হাজার হাজার মানুষ যদি সোজা কাবার দিকে হেঁটে যেত, তারপর সোজা হেঁটে হেঁটেই আবার পেছনে ফিরে আসত; তাহলে কী বিরাট হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি লেগে যেত সেখানে। কারো পক্ষেই পুরো কাবা একবার ঘুরে দেখা সম্ভব হতো না। এই ঝামেলা থেকে বাঁচতে ট্রাফিক পরিচালনা করার ভালো পদ্ধতি হচ্ছে—কোনো কিছুকে কেন্দ্র করে, তাকে ঘিরেই ট্রাফিক ঘুরতে থাকা। বাইরে থেকে ঘুরতে ঘুরতে ঢোকা এবং ঘুরতে ঘুরতেই বেরিয়ে যাওয়া।
.
এই পদ্ধতিটি এতটাই কার্যকর যে, প্রতিটি উন্নত দেশেই রাস্তার মোড়ে যেন ট্রাফিক জ্যাম না হয়, সেজন্য রাউন্ডএবাউট (Roundabout) বলে একটা ব্যবস্থা আছে। রাস্তার মোড়ে মোড়ে গোলাকার একটা স্থাপনা থাকে। চারপাশ থেকে গাড়ি এসে সেই গোলাকার স্থাপনার চারদিকে ঘুরতে থাকে। তারা ঘুরতে ঘুরতেই ঢোকে, এরপর ঘুরতে ঘুরতেই আবার বের হয়ে যায়। এভাবে গাড়ি নিয়ে যেকোনো রাস্তা থেকে ঢুকে যেকোনো রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। রাস্তার মোড়ে আলাদাভাবে কোনো ট্রাফিক লাইটের দরকার পড়ে না। গাড়িগুলোকেও অযথা দাঁড়িয়ে থাকতে হয় না। কোনো ট্রাফিক লাইট ব্যবহার না করেই রাস্তার মোড়ে এই অভিনব পদ্ধতি থাকার কারণে সহজেই রাস্তায় ট্রাফিক জ্যাম দূর করা যায়, অ্যাক্সিডেন্ট এড়ানো যায় এবং রাস্তার মোড়ে এসে গাড়িগুলোকে অনেক কম সময় অপেক্ষা করতে হয়। কাবার চারপাশে তাওয়াফের জন্য প্রদক্ষিণের হুবহু এই একই পদ্ধতি আজ বিশ্বে হাজার হাজার রাস্তার মোড়ে ব্যবহৃত হচ্ছে।

Title জবাব ২
Author আরিফ আজাদ, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
Publisher সমকালীন প্রকাশন
Edition 1st Published, 2022
Country Bangladesh
Language বাংলা
bela-furabar-agey-front.png

আরিফ আজাদ

আরিফ আজাদ। জন্মেছেন চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশুনা করতেই বেশি পছন্দ করেন। ২০১৭ সালের একুশে বইমেলায় প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে ব্যাপক জনপ্রিয়তা কুড়ান। বিশ্বাসের কথাগুলােকে শব্দে রূপ দিতে পছন্দ করেন। অবিশ্বাসের দেয়ালে অনুপম স্পর্শে বিশ্বাসের ছোঁয়া দিতে তাঁর রয়েছে ব্যাপক মুন্সিয়ানা। একুশে বইমেলা – ২০১৮ তে তাঁর রচিত দ্বিতীয় বই ‘আরজ আলী সমীপে। এর পর থেকে তিনি ধারাবাহিকভাবে এই রকম ইসলামিক বই প্রকাশ করতে থাকেন।

author_avater

মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার


Submit Your review and Ratings

Please Login before submitting a review..