Author : মুনীরা কায়ছান
ক্যাটাগরি: সমকালীন গল্প
0 Rating / 0 Review
তেরো ঠিক কবে থেকে 'আনলাকি' সংখ্যা ধরে নিল সবাই, তার ঠিকঠাক হিসেব নেই কারো কাছেই। তেরো একটা প্রাইম নাম্বার। আর ফিবোনাক্কি রাশিমালাতেও তেরো আছে। এজটেক মিথলজিতে তেরোটা বেহেশতের কথা আছে।
সংকলনের নামটা খানিক ধার করা। ' বারো ঘর এক উঠোন ' নামে স্বদেশী আন্দোলন করা ভীষণ রকম বাস্তববাদী লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর একটা উপন্যাস আছে। উপন্যাসের কাভার আবার ভীষণ প্রিয় পূর্ণেন্দু পত্রীর করা। এই তেরটা গল্পের একটায় পূর্ণেন্দুবাবুর শুভঙ্কর নন্দিনী চলে এসেছে। জ্যোতিবাবু ভীষণ বাস্তব লেখক। লেখায় চূড়ান্ত বাস্তবতা আনতে সমাজের দলিতদের সাথে থেকেছেন, লিখেছেন খুব কাছ থেকে দেখা তাদের জীবনের অংশ। আমি বাস্তবতাকে খুব কাছ দেখতে ভয় পাই হয়ত, অনেকটা বদ্ধ হাড়িতে গোখরো থাকতে পারে ধরে নিয়ে আশপাশে ঘুরে বেড়াতে নিশ্চিন্তবোধ করি। আর তাই পরাবাস্তব কিংবা জাদুবাস্তবতা তুলে আনি লেখায়।
জুডাস স্ক্যারিয়ট তের নম্বর আসনে যীশুর সাথে বসেছিলেন লাস্ট সাপারের সময়। এখানে একটা মজার প্রশ্ন আসে। তের নম্বর আসনে বসেছিলেন বলেই কি বিশ্বাসঘাতক হয়েছিলেন তিনি নাকি বিশ্বাসঘাতক হবেন বলেই তের নম্বর আসনে বসেছিলেন? একটা প্যারাডক্স চলে আসে। আমারও ইচ্ছে হল পাঠকদের জন্যে একটা প্যারাডক্স ছুঁড়ে দেই। তেরটা গল্প নিয়ে সংকলন করেছি বলেই সেটা পাঠকের ভাল লাগবে নাকি পাঠকের ভাল লাগবে বলেই তেরটা গল্প দিয়েছি? প্রশ্নে ঋণাত্মক অংশ যোগ করে প্যারাডক্সটা জটিল করা যায়। তেরটা গল্প বলেই সংকলনটা ভাল লাগেনি পাঠকের -তাও হতে পারে। প্যারাডক্সের সমাধান পাঠকের কাছ থেকেই পাবার আশা রাখি।
Title | তেরো ঘর এক উঠোন |
---|---|
Author | মুনীরা কায়ছান |
Publisher | উপকথা প্রকাশন |
Edition | 1st Published, 2022 |
Number of Pages | 128 |
Country | Bangladesh |
Language | বাংলা |