Author : মহিউদ্দিন মোহাম্মদ
‘লাভ হরমোন’ বা অক্সিটোসিন উৎপাদনকারী জিন। মানুষে মানুষে ভালোবাসা বা স্নেহ-মমতা তৈরি হয় এই অক্সিটোসিন হরমোনের প্রভাবে।
Author : মহিউদ্দিন মোহাম্মদ
ক্যাটাগরি: বইমেলা ২০২৩ এর নতুন বই
0 Rating / 0 Review
বাংলাদেশের মানুষ আগের চেয়ে অধিক নিষ্ঠুর হয়ে গেছে। সমাজ থেকে মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা উধাও হয়ে যাচ্ছে। মারমারি, তর্কাতর্কি— এগুলো খুব বৃদ্ধি পেয়েছে। মানুষ আগের চেয়ে অনেক স্বার্থপর হয়ে উঠেছে। আমি নিউরোসায়েন্টিস্টদের আহ্বান জানাবো, এসবের পেছনে সয়াবিন তেলের কোনো প্রভাব আছে কি না, তা একটু খুঁজে বের করতে।
গবেষণাটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের, সয়াবিন তেল মস্তিষ্কে কিছু গুরুতর জেনেটিক পরিবর্তন আনে। গবেষক দলটি একরাশ ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখতে পায়, সয়াবিন তেল সমৃদ্ধ খাবার খাওয়া ইঁদুরগুলোর প্রায় একশোটি জিন সঠিকভাবে কাজ করছে না। এর মধ্যে একটি জিন ছিলো ‘লাভ হরমোন’ বা অক্সিটোসিন উৎপাদনকারী জিন। মানুষে মানুষে ভালোবাসা বা স্নেহ-মমতা তৈরি হয় এই অক্সিটোসিন হরমোনের প্রভাবে। যদিও গবেষণাটি ইঁদুরের ওপর চালানো, তবুও এটি উদ্বেগজনক। কারণ এটি মানুষের ওপর সয়াবিন তেলের একই প্রভাবের সম্ভাব্যতার দিকে ইঙ্গিত করে। আমি লক্ষ করেছি, বাংলাদেশের মানুষ আগের চেয়ে অধিক নিষ্ঠুর হয়ে গেছে। সমাজ থেকে মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা উধাও হয়ে যাচ্ছে। মারমারি, তর্কাতর্কি— এগুলো খুব বৃদ্ধি পেয়েছে। মানুষ আগের চেয়ে অনেক স্বার্থপর হয়ে উঠেছে। আমি নিউরোসায়েন্টিস্টদের আহ্বান জানাবো, এসবের পেছনে সয়াবিন তেলের কোনো প্রভাব আছে কি না, তা একটু খুঁজে বের করতে।
Title | ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে |
---|---|
Author | মহিউদ্দিন মোহাম্মদ |
Publisher | জ্ঞানকোষ প্রকাশনী |
Edition | 2023 |
Number of Pages | 296 |
Country | Bangladesh |
Language | বাংলা |