Author : স্টিভ চ্যান্ডলার
Translate by : কানন মোস্তফা
Author : স্টিভ চ্যান্ডলার
Translate by : কানন মোস্তফা
ক্যাটাগরি: আত্ন উন্নয়ন ও মটিভেশন
0 Rating / 0 Review
স্টিভ চ্যান্ডলারের ‘জীবন বদলে ফেলার শত কৌশল’ বইটি পাঠকের মধ্যে অন্যরকম অভজ্ঞিতার জন্ম দিবে। আমাদের মাঝে অনেক মানুষ আছেন যারা সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, অতি অল্পেই ভেঙ্গে পড়েন ও নিজেকে নিয়ে সবসময় হীনমন্যতায় ভোগেন। এ বইটি তাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি। মূলত এ কথা বিবেচেনা করেই আমি বইটি অনুবাদ করেছি। বইটি মানুষের অর্ন্তদৃষ্টি বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম বলে আমি মনে করি। বইটিতে ব্যবসায়িক ও সামাজকিভাবে সফল হবার ১০০ টি ভিন্ন ভিন্ন কৌশলের কথা আলোচনা করা হয়েছে।লেখক তার জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার আলোকে এ কৌশলগুলো র্বণনা করছেন। তিনি তার জীবনে বিভিন্ন র্কপোরট অফিসে থেকে শুরু করে সভা-সেমিনারে হাজার হাজার মোটিভেশনাল বক্তৃতা দিয়েছেন। তার এ মোটিভেশনাল কথাগুলো প্রচুর মানুষের কাজে এসেছে। বইটিতে এসব টুকিটাকি ঘটনার কথাও আমরা জানতে পারবো। বইটির ১০০ কৌশল কেউ রপ্ত করতে পারলে তার জীবনের নেতিবাচক দৃষ্টভঙ্গিতে পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এছাড়াও এ কৌশলগুলো আমাদের মন থেকে সব ধরনের হতাশা ঝেড়ে ফেলে দিতে সাহায্য করবে। মোট কথা, যে সকল নেতিবাচক চিন্তাচেতনা আমাদের ভবিষ্যতের প্রধান অন্তরায় সেগুলো থেকে পরিত্রাণের অন্যতম উপায় হিসেবে এ কৌশলগুলো কাজে লাগবে। কারণ এ বইয়ের প্রতিটি অধ্যায়ে এ সকল সমস্যা থেকে মুক্তি পাবার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এ কারণেই বইটি একবার পড়লে বারবার পড়তে ইচ্ছা করে। বইটির চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর অধ্যায়গুলো বশে নাতিদীর্ঘ। লেখক স্বল্প কথায় খুব সহজইে মোটিভেশনের কৌশলগুলো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন
Title | জীবন বদলের ফেলার শত কৌশল - ১০০ ওয়েজ টু মোটিভেট ইউরসেলফ |
---|---|
Author | স্টিভ চ্যান্ডলার |
Translator | কানন মোস্তফা |
Publisher | শোভা প্রকাশ |
Edition | 2021 |
Country | Bangladesh |
Language | বাংলা |
কানন মোস্তফা