Author : হাসান ইকবাল
Author : হাসান ইকবাল
ক্যাটাগরি: বিবিধ বিষয়ক প্রবন্ধ
0 Rating / 0 Review
এ গ্রন্থের পাঁচটি অধ্যায়ে মোট চৌদ্দটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে। জেন্ডার, নারী, লৈঙ্গিক রাজনীতি, ভাষিক নিপীড়ন ও লিঙ্গ নিরপেক্ষ ভাষা নিয়ে যারা গবেষণা ও লেখালেখি করছেন, এ গ্রন্থটি তাদের বেশ কাজে লাগবে। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় নারীকে খাঁচার ভেতর বন্দি রেখে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতেই নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নারীর স্বাধীনতা প্রভৃতি। বিষয়গুলো মূল্যায়িত হয়। সাথে সংস্কৃতির একটি বড় অনুষঙ্গ যুক্ত হয়, সেটি হলো ভাষা। সে ভাষার ক্ষেত্রেও পুরুষাধিপত্য প্রতিষ্ঠার ষোলোকলা পূর্ণ করে তৈরি করে লিঙ্গ বিভাজিত ভাষায় এক বলয়। নারীর বিরুদ্ধে কিংবা পুরুষের পক্ষে ভাষার এই অবস্থান দেখা যায় কথ্য ও লেখ্য—দু’ভাবেই। পুরুষতান্ত্রিক ভাষার নেতিবাচক (গালি শব্দ) ব্যবহারের মাধ্যমে নারীর সৃষ্টিশীলতা ও মনোজগৎকে ভেঙেচুরে গুঁড়িয়ে দেয় দেবদূত পুরুষরা। তাই ভাষা যখন আধিপত্যশীল একটি গোষ্ঠীর বলয়ে আবদ্ধ হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে-ভাষা কি লিঙ্গ নিরপেক্ষ? ভাষা কেনইবা আধিপত্যবাদের কবলে পতিত? ভাষাগত এই বৈষম্যের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে এ গ্রন্থে। ব্যাপক অর্থে ভাষা হলো যোগাযোগের একটি বড় মাধ্যম; যে মাধ্যমটি সকল জনগোষ্ঠী দ্বারা অনুশীলিত। পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গীয় প্রত্যাশাগুলো পুরুষাধিপত্যের ক্ষমতা-কাঠামোর ঘেরাটোপে বন্দি। লিঙ্গগত বিভাজনে অসম আচরণ, লৈঙ্গিক রাজনীতির পাশাপাশি নারীকে অপেক্ষাকৃত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। বাস্তবে আমাদের সমাজে আধিপত্যশীল ক্ষমতা-কাঠামো টিকিয়ে রাখতে পুরুষেরা সমাজের প্রায় সকল স্তরে লিঙ্গীয় রাজনীতি বজায় রাখে। আমাদের ভাষায় জেন্ডারভিত্তিক নিরপেক্ষতার বিষয়টিও অনুপস্থিত। তবে বর্তমান সময়ে নারী ও পুরুষের প্রতি ভাষার আলাদা দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার, শব্দচয়নে পুরুষের প্রতি ভাষার প্রবল পক্ষপাতিত্ব এবং নারীর প্রতি ভাষার উদাসীনতার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে প্রবলভাবে। এ গ্রন্থে নারীর অধস্তনতা বা নেতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি সমাজের লৈঙ্গিক রাজনীতি কীভাবে ভাষাকে পক্ষপাতিত্ব করে নারীকে অবদমন করছে-সেই অন্ধকারের ছবির স্বরূপ সন্ধান করেছেন লেখক।
Title | ভাষা, নারী ও পুরুষপুরাণ |
---|---|
Author | হাসান ইকবাল |
Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
ISBN | 9789848797419 |
Edition | 2016 |
Number of Pages | 320 |
Country | Bangladesh |
Language | বাংলা |