Author : শারমিন আঞ্জুম
ক্যাটাগরি: সমকালীন উপন্যাস
0 Rating / 0 Review
মানব মনের সহজাত প্রবৃত্তি ভালোবাসা। ভালোবাসায় আবেগ যতটুকু, ঠিক ততটুকুই বিশ্বাস। কিন্তু কখনো কখনো এই ভালোবাসার তীব্রতা এতটাই বেশী হয়ে ওঠে ,যে বিশ্বাস আর ভরসার পথ ফেলে তা হাঁটতে শুরু করে উল্টোপথে। আর সে পথে চলতে চলতে মানুষ হয়ে যায় স্বার্থপর। স্বার্থপরতার কালো চাদরে ঢেকে যায় তার চিন্তা-চেতনা। মানুষ হারিয়ে ফেলে ন্যায় অন্যায় বোধ, হারিয়ে ফেলে মানবিকতা। আর মানবিকতা বর্জিত সেই মানুষটির আচরণ তখন ভালোবাসার মানুষের প্রতিও হয়ে উঠতে পারে নৃশংস।
এ উপন্যাসের ঘটনা যে চরিত্রকে ঘিরে তার নাম তরু। চিকিৎসক স্বামী ফেরদৌসের ভালোবাসায় ডুবে থাকা বনেদী পরিবারের বউ। শাশুড়ির বারণ-শাসন আর গভীর ভালোবাসায় আগলে রাখা স্বামীকে পথের কোন এক বাঁকে ফেলে এসে নিজ অস্তিত্বের খোঁজে প্রতিনিয়ত যার লড়াই। নিঃসন্তান হবার কষ্টের সাথে প্রতিনিয়ত যুঝতে থাকার চেয়ে কোন অংশে কম নয় তার স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামের কষ্ট আর ক্লান্তি। সহানুভূতি অথবা সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া খুব চেনা মানুষগুলোর অচেনা কদর্য রূপ তরুর আস্থা আর বিশ্বাসের জায়গাগুলি টলিয়ে দেয় কখনো কখনো। তবু আত্মবিশ্বাস না হারিয়ে আরো দৃঢ়তার সাথে সে পা ফেলে চলে তার বেছে নেয়া পথে।
বিচ্ছেদ আর বিচ্ছেদ পরবর্তী জীবনে নিজেকে সাবলম্বী করে তোলার সে যাত্রায় তার সহযাত্রী হিসেবে আসে এক হৃদয়বান বন্ধু, তরুর জীবনে নতুন আলো আর আনন্দের উৎস। দু জনের একাকী যাত্রাপথ এক পথে এসে মিশে যায়, শুরু হয় যৌথযাত্রা। আর তখনই তরুর সামনে এসে দাঁড়ায় তারই অতীতের কিছু অনাবিস্কৃত সত্য। যে সত্য তার বিশ্বাস আর ভালোবাসার পুরো আকাশটাকেই এলোমেলো করে দেয়।তরু জানতে পারে যাকে আকাশ ভেবে তার ছায়াতলে আশ্রয় খুঁজেছিল ,সে শুধুই ছিল তার চোখের মোহমেঘ।
Title | মোহমেঘ |
---|---|
Author | শারমিন আঞ্জুম |
Publisher | উপকথা প্রকাশন |
Country | Bangladesh |
Language | বাংলা |