ছোটবেলা থেকে ছেলেটির মহাকাশের প্রতি ছিলো প্রবল আকর্ষণ। আর সেই আকর্ষণ তাকে দেখিয়েছে নতুন এক রাতের আকাশের ঝিকিমিকি নক্ষত্রগুলোর দিকে চোখ রেখে ভাবতে শুরু তার। আর ভাবনাগুলোই এসময় রূপ নেয় মহাকাশবিজ্ঞানী হওয়ার স্বপ্নে দুরস্ত এই ছেলেটির নাম আহসানুল মাহবুব লাববী। লাববী আহসান নামেই বেশি পরিচিত সে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে বেড়ে ওঠা বালকটির ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ব্যাপক ঝোঁক ছিলো। ক্লাস ফাইভে পড়ার সময় তাদের জেলায় গণিত অলিম্পিয়াড হয়। উৎসুক মনে সে অংশ নেয় অলিম্পিয়াডে। তিনটি প্রশ্নের উত্তর দিয়ে রানার্সআপও হয়।
সদ্য আঠারো পেরোনো ছেলেটার অর্জন অনেক। ২০১৪ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় কুইজে প্রথম স্থান। ২০১৬-১৭ ১৮ সালে এস্ট্রোনমি অলিম্পিয়াডে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয় সে। পাশাপাশি ২০১৬ ও ২০১৭ সালে স্পেলিং বি প্রতিযোগিতায় বিভাগীয় সেরা দশ ২০১৭ সালে বিজ্ঞান মঞ্চ কুইজ ও বিতর্কে ১ম স্থান, ২০১৮ সালে ন্যাশনাল স্পেস কার্নিভালে ২য় ২০১৮ সালে গণতন্ত্র অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সে। পাশাপাশি জুনিয়র ফিল্ম মেকিং রেড ক্রিসেন্ট ক্যাম্প এর বেস্ট ক্যাম্পার, জাতীয় প্রোগামিং কনটেস্ট জাতীয় রচনা প্রতিযোগিতায় বিজয়ী সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার অর্জনে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার প্রথম স্থান কেউ কখনো নিতে পারেনি।
লাববী রংপুর সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাশ করেছে । এই অল্প বয়সেই সে পালন করছে অনেক বড় বড় দায়িত্ব। তার কাজের মধ্যে রয়েছে ১। এক্সিকিউটিভ মেম্বার অফ দ্যা কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট
২। ছোটরা ম্যাগাজিনের সহযোগী সম্পাদক।
৩। সহমর্মিতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
৪। অপারেশন হেড অফ মজার পাঠশালা।
৫ । ইয়ুথ কো অর্ডিনেটর অফ ইউনিসেফ বাংলাদেশ সহ আরও অনেক। পাশাপাশি নিউজপেপার অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যেই অলিম্পিয়াড সমগ্র দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়ার মতো দেশে পৌঁছে গেছে।
জীবনের গল্প পড়তে পড়তে হারিয়ে যান অন্য জগতে যেখানে সুখী-সমৃদ্ধশালী, দারিদ্র্যমুক্ত এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।