মনির উদ্দিন তামিম || স্বাস্থ্য ও শিক্ষা উদ্যোক্তা
বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান "নিউরন হেলথ " এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মরত আছেন। প্রতিনিয়ত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং ও মনন বিকাশে সহায়ক অসংখ্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন সোশ্যাল মিডিয়াগুলোতে। তাঁর প্রতিষ্ঠিত এডুকেশনাল কনসালটেন্সি সেন্টার “নিউরন প্লাস” সারা দেশ ব্যাপী ২০১৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে অত্যন্ত সফলতার সাথে। পাশাপাশি তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল "10 Minute School" এ একজন শিক্ষক হিসেবেও কাজ করেন।
এস এস সি পরীক্ষায় বরিশাল বোর্ডে প্রথম স্থান অধিকার করে এইচ এস সি সম্পন্ন করেন রাজউক উত্তরা মডেল কলেজ থেকে৷ তিনি রুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলেও পরবর্তীতে মেডিকেলের এম বি বি এস কোর্সে ভর্তি হন। উচ্চশিক্ষার স্বীকৃতি স্বরূপ তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে HMX সার্টিফিকেট অর্জন করেন। একাডেমিক ও এডমিশনের শিক্ষার্থীদের জন্য তাঁর প্রকাশিত আরও দুটি বই "এন্টিভাইরাস” ও আল-ক্যামিস্ট”। “এন্টিভাইরাস” ছিল ২০১৯ সালে একাডেমিক সেক্টরে বেস্ট সেলার বই।