মাসুদ শরীফ

আমার প্রথম জন্ম হয়েছিল রাত ১.০০ টার দিকে। যে কারণে কেউ বলে আমার জন্ম সোমবারে, কেউ বলে মঙ্গলবারে। প্রথমবার জন্মেছিলাম মানুষ হয়ে; সে ১৯৮৭ সালের কথা। আমার দ্বিতীয় জন্ম ২০১১ সালের শেষের দিকে। এবারের জন্ম মুসলিম হয়ে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও প্রথম দফায় মুসলিম হতে পারিনি। প্রগতির ঠিকাদারেরা নাক সিটকাবে আমি মানুষ নই বলে। আমি হাসব ওদের মতো উনমানুষ না হয়ে মুসলিম হয়েছি বলে। নিজের অনিচ্ছায় পড়াশোনা করেছি ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সেই পাঠ চুকিয়ে এখন পুরোদস...

Read More