আলোর দিগন্ত বই, বই সফল হবার মই

যোগাযোগ,

বই পড়ে বা ক্রয় করে আজ পর্যন্ত কেউ দেউলিয়া হয়নি, হয় নিজে জ্ঞান অর্জন করেছেন নয়তো অপরকে জ্ঞান অর্জন করতে সহায়তা করেছেন। আমাদের শিক্ষা জীবনের শুরু হয় সেই আদর্শ লিপির বই দিয়ে কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত বই পড়া বা জ্ঞান অর্জনের শেষ হয় না; বই পড়া এবং জ্ঞান অর্জনের ব্যাপ্তি সারাজীবন ব্যাপি। বই এবং শিক্ষিত মানুষ, একে অপরের পরিপূরক বলা চলে। কারণ, বই পড়া ব্যাতীত একজন মানুষ কখনোই শিক্ষিত হতে পারে না আর শিক্ষিত মানুষ ব্যাতিত বইয়ের কোন মূল্যই নেই। বই পড়ার মাধ্যমে একজন মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়,তার চিন্তা শক্তি এবং মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। কিন্ত আমরা জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র আমাদের পাঠ্যপুস্তকের উপর জোর আরোপ করি, যার ফলে আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করতে পারছি কি? তাহলে আসুন একটু জানার চেষ্টা করি, জ্ঞান আহরণের জন্য কয় ধরনের বই আছে আর সেগুলোর মধ্যে সম্পক কি?


বই মূলত দুই ধরনের হয়ে থাকে। যথা : ১. Internal Book (পাঠ্যপুস্তক) ২. External Book (পাঠ্যপুস্তক বহির্ভূত বই) পাঠ্যপুস্তক আমাদের শিক্ষিত থেকে উচ্চতর শিক্ষিত করে গড়ে তুলতে পারে, যার মাধ্যেমে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু সেটা তাত্ত্বিক; যার একটা লিমিটেশন রয়েছে, একটা নির্দিষ্ট সীমার বাহিরে এটা চিন্তা করতে পারে না । অপরদিকে, পাঠ্যপুস্তক বহির্ভূত যে বই গুলো রয়েছে এর কোন লিমিটেইশন নেই, এর জানার জগৎটা ব্যাপক; যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিষয় পড়তে পারেন, সুন্দর ও গভীরভাবে জানতে পারবেন আপনার আগ্রহ অনুযায়ী । বিষয়গুলোকে ইচ্ছে মতন বাড়াতে পারবেন আপনার জ্ঞানের পরিধি। এসব বই আপনাকে শুধু উচ্চ শিক্ষিত ডিগ্রী পাইয়ে দিবে না, এসব বই আপনাকে উন্নত থেকে উন্নতর করে তুলবে।


আপনার নিজের জীবনকে নতুন ভাবে জানতে ও বুঝতে শিখাবে, আপনার ক্যারিয়ার গঠনে এই সকল বই ইতিবাচক প্রভাব এনে দিবে ; চিন্তার জগৎটাকে করবে সমৃদ্ধ। আর তাই Internal বইকে যদি আপনার একটি গাছের শিকরের সাথে তুলনা করেন; তাহলে External বইগুলো হচ্ছে গাছের পাতা ; আপনাকে ছায়া দিতে পারবে তো..! আপনার এই সকল External বইগুলোকে সকলের কাছে খুব সহজেই পৌঁছে দিতে যাত্রা শুরু করেছিলো দূরবীন কম। যার একমাত্র লক্ষ্য হলো মানুষকে তার পছন্দ অনুযায়ী যেকোনো বই খুব সহজেই স্বল্প মূল্যে তাদের কাছে পৌছে দেওয়া; যেন জ্ঞান পিপাসু সকলেই তার জানার পরিধিটাকে বৃদ্ধি করতে পারে।


দূরবীন.কম একটি অনলাইন বুকশপ; যার সংগ্রহে রয়েছে হাজার হাজার লেখকের বিভিন্ন রকমের বই।নিজেকে উন্নত করতে রয়েছে আত্মউন্নয়নমূলক বই; গল্প, কবিতা ও উপন্যাস থেকে শুরু করে বিজ্ঞান ও গণিতের নানা রকমের বই; বাংলা এবং ইংরেজী লেখকদের সকল রকমের বইসহ রয়েছে অনুবাদ গ্রন্থও। দূরবীন ডট কম যে শুধুমাত্র আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য বই সংগ্রহ করে তা নয়; এখানে আপনার প্রয়োজনে রয়েছে নানা রকমের গিফট আইটেমস, ডায়েরী, নোটবুকসহ বিভিন্নরকমের পণ্যের সমাহার । একটি ছোট গিফট আপনার প্রিয় মানুষটার সাথে আপনার সম্পর্ক আরো মজবুত করে তুলতে পারে। একটি বই আপনার প্রিয় মানুষের জীবনটা পরিবর্তন করে দিতে পারে, তাই নিজে বই পড়ুন, প্রিয় মানুষকেও বই উপহার দিন; প্রিয় মানুষের বিশেষ মূহুর্তে আপনার একটি ছোট উপহার হতে পারে তার অনুপ্রেরণার কারণ ।


"বেশি বেশি বই পড়ুন, নিজেকে গড়ুন"

"আলোর দিগন্ত বই, বই সফল হবার মই"