গৌতম চ্যাটার্জি। এই ভদ্রলোক পেশায় একজন প্যারা-নরমাল ইনভেস্টিগেটর ছিলেন। ছিলেন বললাম এই কারণে যে, তিনি এখন আর এই পেশায় নিয়োজিত নেই। তিনি তার যুবক বয়সে অনেক অনেক ভয়ঙ্কর ভৌতিক সমস্যার সমাধান করেছিলেন। তিনি থাকেন কলকাতার মুর্শিদাবাদে। তার বয়স এখন আনুমানিক ৮১ হবে।
আমার সাথে তার পরিচয়টা হয়েছিল এই 'ভৌতিক কথা' ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। আমার 'ভৌতিক কথা' ইউটিউব চ্যানেলের একজন প্রিয় শ্রোতা তিনি। এক সময় মোবাইলে তার সাথে অনেক আলোচনা হতো এইসব ভূত-প্রেতের ঘটনা নিয়ে। তিনি মাঝে মাঝেই তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক কিছু অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করতেন, যা তিনি তার প্যারা-নরমাল ইনভেস্টিগেশন করার সময় উপলব্ধি করেছিলেন। ওনার অভিজ্ঞতা শুনতে শুনতে একদিন অনুপ্রাণিত হয়ে অনিমেষ চ্যাটার্জির ঘটনা লিখার সাহস করে ফেললাম। মূলত তার বলা কোনো ঘটনার সাথে এই বইয়ে লেখা ঘটনার কোনো মিল নেই; ঘটনাগুলোর বর্ণনা সম্পূর্ণ আলাদা। শুধু এতোটুকু বলবো-তার কাছ থেকে শোনা বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতাই আমাকে অনুপ্রাণিত করেছিল এই ঘটনাগুলো লেখার ক্ষেত্রে।