Author : ড. কাবিল খান (জামিল) সাব্বির আহমেদ
Author : ড. কাবিল খান (জামিল) , সাব্বির আহমেদ
ক্যাটাগরি: সাংবাদিকতার কলাকৌশল
0 Rating / 0 Review
আধুনিক সাংবাদিকতা নিয়ে আলোচনা করতে গেলে মোবাইল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অবদান অস্বীকারের কোনো সুযোগ আমাদের নেই। দুটি বিষয়ই বলা যায় রাতারাতি সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য পাল্টে দিয়েছে। পাশাপাশি গণমাধ্যম কীভাবে কনটেন্ট তৈরি ও প্রচারের কাজটি করবে, তাও প্রভাবিত করছে। দ্রুত বর্ধনশীল সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন টুলসকে এখন যোগাযোগের উদীয়মান যুগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আমরা এগিয়ে চলছি একমুখী গণযোগাযোগ কৌশল থেকে বহুসংখ্যক পাঠক-দর্শকের কাছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্ককে। খবর জানতে অধিকসংখ্যক পাঠক মোবাইল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছে, যা কোথায় ও কীভাবে সাংবাদিক তার খবর প্রচার করবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গণমাধ্যমকে সরাসরি বাধ্য করছে।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেরই আঞ্চলিক পত্রিকা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বাজার এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। মূলধারার গণমাধ্যমের ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাওয়া, আয়ের পথ সংকুচিত হওয়া এবং পাঠক-দর্শকের সংখ্যা কমে যাওয়ার কারণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো পাঠক-দর্শক টানতে বিকল্প পথ খুঁজছে। অনলাইন, মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহজাত গল্প ব্যবহার করে গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যবহারকারীদের বিশ্বাস, আস্থা ও নতুন আয়ের সম্ভাবনা তৈরি করেছে।
সোশ্যাল মোবাইল জার্নালিজম ম্যানুয়ালটি লেখার প্রয়োজন বোধ করি যখন অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস প্রথম মোবাইল ফার্স্ট কৌশলকে অবলম্বন করে নতুন আঙ্গিকে পাঠকের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করে। বাংলাদেশ টাইমস যে কৌশল নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবে, সে বিষয়গুলো এই প্রতিষ্ঠানের সাংবাদিক ছাড়াও সহজে অন্য গণমাধ্যমের কর্মীরাও যেন শিখতে পারে, সেই ভাবনা থেকেই ম্যানুয়ালটি লেখার উদ্যোগ নেওয়া হয়। সাংবাদিকতার কাজে মোবাইল ও সোশ্যাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ পারস্পরিক ব্যবহার–সংক্রান্ত তেমন পাঠ্যবই বা ব্যবহারিক গাইড বই বাংলায় নেই। যদিও ২০২০ সালে সমগ্র প্রকাশনী থেকে প্রকাশিত মোবাইল জার্নালিজম–সময়ের সাংবাদিকতা বইয়ে ইন্টারনেটের যুগে বাংলাদেশের পেক্ষাপটে মোবাইল সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগের খুঁটিনাটি বিষয় উঠে এসেছে। বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা চর্চায় বইটি ইতিবাচক ভূমিকা রাখছে। বইটিতে মূলত মোবাইল সাংবাদিকতা চর্চার বিষয়টি বেশি গুরুত্ব পায়।
সোশ্যাল মোবাইল জার্নালিজম ম্যানুয়ালটির কাঠামো বিন্যাস, পরিকল্পনা, বিষয়বস্তু ইতিমধ্যে কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে। কেননা, এখানে উল্লেখিত বিষয়াবলী বিভিন্ন একাডেমিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে উপস্থানের পাশাপাশি শ্রেণিকক্ষে অনলাইন সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা কোর্সে শিক্ষার্থীদের পড়ানো হয়। অত্যন্ত আগ্রহ নিয়েই শিক্ষার্থীরা এ বিষয়গুলো শিখতে চাইছেন, যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরি বাজারে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তারা তৈরি করতে পারেন।
বাংলাদেশ টাইমস মোবাইলনির্ভর ওয়েবসাইট থেকে শুরু করে সংবাদ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, প্রচার, পাঠক-দর্শকের সঙ্গে সম্পৃক্ততা এবং নিউজরুমের কর্মপ্রক্রিয়াসহ যাবতীয় এসব কাজে সংবাদকর্মীরা মোবাইল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ডিভাইস সাংবাদিক ও পাঠক-দর্শকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। আমরা মনে করি এই প্রচেষ্টাই একজন সাংবাদিককে জনগণের জন্য সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ করে দেবে। আজকের গণমাধ্যম সাংবাদিকদের কাছে যে মৌলিক যোগ্যতা চাইছে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে এই ম্যানুয়াল কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
সূচিপত্র......
বদলে যাওয়া সাংবাদিকতা
মোবাইল সাংবাদিকতা কী
মোবাইল সাংবাদিকতার উপকারিতা
মোবাইল প্রতিবেদনের কাজের ধাপ
মোবাইল সাংবাদিকতার কর্মপ্রবাহ
মোবাইলে মাল্টিমিডিয়া সংবাদ ধারণের কৌশল
সোশ্যাল স্টোরিটেলিংয়ের কৌশল
সোশ্যাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং
সোশ্যাল ভিডিও এডিটিং
মোজো অ্যাপস ও টুলস
ডিজিটাল স্টোরিটেলিং
সাংবাদিকতায় সোশ্যাল মিডিয়া: প্রতিবেদন তৈরিতে মোবাইল অ্যাপসের ব্যবহার
সোশ্যাল স্টোরিজ : গণমাধ্যমের জন্য নতুন সম্ভাবনা
মোবাইল সাংবাদিকতায় নীতি-নৈতিকতার ব্যবহার
Title | সোশ্যাল মোবাইল জার্নালিজম |
---|---|
Author | ড. কাবিল খান (জামিল), সাব্বির আহমেদ |
Publisher | বাংলাদেশ টাইমস |
Number of Pages | 62 |
Country | Bangladesh |
Language | বাংলা |