পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে; আবার তাহারে কেন ডেকে আনো ?
Author : আফসানা আশা
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
সুমন এক কাপ চা নিয়ে এসে বৃষ্টির হাতে দিলো। চায়ের নেশা প্রচন্ড রকম ওর। দিনে এক প্যাকেট বেনসন আর আঠারো বিশ কাপ চা - কোচিং সেন্টারে পড়িয়ে যে টাকা আয় হয় তার পুরোটাই চা-সিগারেট আর দাতব্যের পেছনে যায়। আগে চায়ের নেশাটা তেমন ছিল না। এখন খুব নেশা চাপে। পানির তৃষ্ণার মতো করে চায়ের তেষ্টা পায় ওর। যেমনটা দিয়ার ছিল। এক ফ্লাস্ক ভরে চা বানিয়ে রাখত ও। হাফ লিটার সাইজের মগে করে চা খেত। চিনি ছাড়া লিকার চা। সারাদিনে কয়েক মগ চা খেয়েও সদ্য সূর্য ওঠা সরিষা ফুল রঙের দিনের শুরুর মতো গায়ের রঙ ছিল ওর। গোলাপের কলির মতো স্নিগ্ধ গালদুটো।
সিগারেটের ফিল্টারের আগুন গরম ছ্যাকায় পুড়ে পুড়ে বৃষ্টির ঠোঁটদুটো কালচে হয়ে গিয়েছে কিন্তু দিয়ার ছিল পদ্ম ফুলের মতো কোমল ঠোঁট।
চেপে ধরে বৃষ্টির চুল বেঁধে দিতো যেদিন, দিয়ার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ পেত ও। যখন ইয়া মস্ত এক রূপোর থালার মতো চাঁদ ওঠে আকাশ ভরে আর সেই বিরাট চাঁদটা গলে গলে রাশি রাশি জোৎস্না ঝরে, বাঁধনহারা সেই আলোর যে ঘ্রাণ থাকে, ঠিক সেইরকম গন্ধ ঘিরে থাকত দিয়ার চারপাশ জুড়ে। বৃষ্টির ময়লা কাপড়ের এক হাত দূর থেকে গন্ধ শুঁকে নাক শিটকিয়ে বলত,
-- গিদর!
Title | বৃষ্টি তোমাকে দিলাম |
---|---|
Author | আফসানা আশা |
Publisher | এশিয়া পাবলিকেশন্স |
Edition | 2023 |
Number of Pages | 240 |
Country | Bangladesh |
Language | বাংলা |