জন্ম : ১৫ই সেপ্টেম্বর রাজধানীতে। সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি অনুষদে স্নাতকোত্তর। বাবা এ কে এম সামসুল হক, মা তৌহিদা হকের দ্বিতীয় সন্তান। প্রকৌশলী স্বামী মাহবুবুল আলম ও দুই পুত্র সন্তান আবিয়াজ ও আরিজ আলম নিয়ে ছোট পৃথিবী।
ছবি আঁকা আর ঘুরে বেড়ানো লেখকের নেশা। ছবি আঁকায় ছোটবেলা থেকেই সিদ্ধহস্ত। যাবতীয় স্বপ্ন এই চিত্রশিল্প নিয়েই ছিল। লেখালেখিটা করতেন একান্ত নিজের জন্য। চারপাশে ঘটে যাওয়া চেনা গল্পগুলো কল্পনার পৃথিবীতে এনে নিজের মতো বদলে দেওয়ার চেষ্টাতেই তুলি রেখে কখনো কখনো কলম ধরা। সেই খেয়ালি গল্পগুলো শখের বশে আলোতে আসে বহু পরে। পাঠকের অপার ভালোবাসা আর উৎসাহে সেগুলো প্রকাশিত বইয়ে রূপ নেয়। প্রথম উপন্যাস থ্রিলার নির্বাসন ২০১৯ সালে প্রকাশিত ও যথেষ্ট পাঠকপ্রিয়। দ্বিতীয় উপন্যাস কিছু না বলা কথা সামাজিক জনরার, সেটিও যথেষ্ট পাঠক নন্দিত বই, ঐতিহ্য থেকে প্রকাশিত তৃতীয় বইটি হরর থ্রিলার জনরার আমারে দেবনা ভুলিতে সমালোচক প্রশংসিত। ফেব্রুয়ারি ২০২১ সালে তার লেখা প্রথম উপন্যাস প্রিয় চন্দ্রিমা চতুর্থ বই হিসেবে প্রকাশিত। এবং তার কিছুদিন পর মনস্তাত্ত্বিক উপন্যাস তুমি কেমন আছ?
লেখকের মতে লেখার ব্যাপারটা পুরোপুরি উপভোগের বিষয়। তাই নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে বেঁধে না রেখে লেখতে চান নানান বৈচিত্র্যময় বিষয় নিয়ে। লেখা নিয়ে কোনো লক্ষ্য তিনি ঠিক করেননি। কারণ তার জন্য গন্তব্যের থেকে এই পথ চলাতেই আনন্দ।