Author : আবদুল মালেক স্বাধীন
Author : আবদুল মালেক স্বাধীন
ক্যাটাগরি: বিবিধ বিষয়ক প্রবন্ধ
0 Rating / 0 Review
কোনো এক নগরীতে একজন ভাববাদী মানুষ এসেছেন, যিনি নিজের যাপিত জীবন থেকে অভিজ্ঞতার আলোকে অর্জন করেছেন অসাধারণ দার্শনিক বোধ। নগরীর মানুষেরা তাকে নানা ধরনের প্রশ্ন করে। তিনি উন্নত দৃষ্টিকোণ থেকে সেইসব প্রশ্নের জবাবে এমনকিছু বলেন যা মানুষকে সচেতন করে, এক অনন্য উচ্চতর বোধে পৌঁছে দেয়। ভুল চিন্তা মানুষকে ভুল গন্তব্যে পৌঁছে দেয়। ভুল দর্শন জীবনটাকে তছনছ করে দিতে পারে। অথচ সংশ্লিষ্ট মানুষটি ঠিক বুঝেই উঠতে পারেনা, কেন তার জীবনটা এমন যন্ত্রণায় ডুবে গেলো!
মানবজীবনের প্রতিটি অনুষঙ্গের বিষয়ে উন্নত দৃষ্টিভঙ্গি আপনাকে এক ভিন্ন মানুষে পরিণত করবে- যা একবার অর্জিত হলে জীবনটাকে অসাধারণ মনে হবে। 'দ্য নিউ প্রফেট' আপনার সামনে জীবনের নানা বিষয়, নানা অধ্যায় ও অনুষঙ্গকে আপনার পরিচিত বৃত্তের বাইরে থেকে বিশ্লেষণ করে, সঙ্গায়িত করে। আপনি একবার ঐ দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলে পুরো জীবনটাই পাল্টে যাবে। আর যদি আপনি প্রফেটিক দৃষ্টিভঙ্গির অনুগামী নাও হন, তবুও 'দ্য নিউ প্রফেট' আপনাকে আনন্দ যোগাবে।
Title | দ্য নিউ প্রফেট |
---|---|
Author | আবদুল মালেক স্বাধীন |
Publisher | উৎসাহ পাবলিকেশন্স |
Country | Bangladesh |
Language | বাংলা |