Author : তৃধা আনিকা
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
“ভালোবাসার ব্যাপারগুলোই ভীষণ অন্যরকম। এখানে অনেক মানেহীন জিনিসের বিশাল মানে হয়। অনেক মূল্যহীন অনুভূতি অমূল্য হয়ে বুকের ভেতর গভীর যত্নে থাকে। ভালোবাসায় মনের মধ্যে আলাদা করে কোনো বিভাজন চলে না। এখানে পুরো মনটাই এক ঘোরের পাকে সারাক্ষণ জড়িয়ে থাকে। যে ভালোবাসে, সেই শুধু জানে।”
মাহবুব ভাই চলে যাবার পর আমার একবার নিতুর সাথে দেখা হয়েছিল । আমি জিজ্ঞেস করেছিলাম, -“আপনি কেমন আছেন?"
নিতু বিষন্ন চোখে তাকিয়েছিল। ভয়ে আমি আর আমার প্রশ্নের উত্তর আশা করিনি । নিতুর চাহনিতে আমি শুধু একটা উত্তরই পেয়েছিলাম। সেটা হলো, বুকের প্রাণ যদি বুকের বাইরে থাকে, তখন আমরা যেমন থাকি উনাকে ছেড়ে আমিও এমন আছি। সারাক্ষণ প্রাণ ফিরে পাবার জন্য ছটফট করছি। তবে আরেকটা মজার বিষয় অবশ্য জানতে পেরেছি। নিতু এখন আর মাহবুব ভাইকে মাহবুব ভাই বলে ডাকে না। একটা গোপন নামে ডাকে। গোপন নামটা কেউ জানে না। তবে ইথিশা বলেছে, সে একবার নিতুকে ডাকতে শুনেছে, ব্যাঙ বর। যদিও সে নিশ্চিত নয়, এটাই সেই গোপন নাম কিনা।
আমি শুনে খুব হেসেছিলাম । কৌতূহল দমাতে না পেরে নিতুকে জিজ্ঞেস করেছিলাম,
-“আচ্ছা এই ব্যাঙ ডাকার ব্যাপারটা কি সত্যি?” -“কেন? সত্যি হতে পারে না বুঝি?”
-“না মানে... তাই বলে বরকে ব্যাঙ বলা? একটু অন্য রকম না? আসলে কি বলুন তো?”
নিতু তখন শীতল স্বরে বলেছে, -“ভালোবাসার ব্যাপারগুলোই ভীষণ অন্যরকম। এখানে অনেক মানেহীন জিনিসের বিশাল মানে হয়। অনেক মূল্যহীন অনুভূতি অমূল্য হয়ে বুকের ভেতর গভীর যত্নে থাকে। ভালোবাসায় মনের মধ্যে আলাদা করে কোনো বিভাজন চলে না। এখানে পুরো মনটাই এক ঘোরের পাকে সারাক্ষণ জড়িয়ে থাকে। যে ভালোবাসে, সেই শুধু জানে। এই যে আজ আমরা দুজন দুদেশে থাকছি, তবু আমরা সবসময় এক হয়ে আছি। কেন জানেন?
Title | মাহবুবের নিতু |
---|---|
Author | তৃধা আনিকা |
Publisher | ছাপাখানা প্রকাশনী |
ISBN | 9789843501134 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 352 |
Country | Bangladesh |
Language | বাংলা |