Author : মৌরি মরিয়ম
Author : মৌরি মরিয়ম
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
বিছানায় শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লো সে। মাঝরাতে শীত লাগায় ঘুম ভেঙে গেলো। বারান্দার গ্রিল হার্ডবোর্ড দিয়ে আটকানো তবু বেশ বাতাস ঢুকছে। তার কাছে শীত মানানোর মতো কিছু নেই। একটা পাতলা শাল গায়ে ছিল। সেটা গায়ে দিয়েও শীত মানলো না। ব্যাগ থেকে শাড়ি দুটো বের করে কাঁথার মত ভাজ করে গায়ে দিলো। কিন্তু তবু শীত করছে। অবশেষে সে বিছানা থেকে উঠে নিচতলায় গেলো। অপরিচিত জায়গা তার উপর বিশাল পুরোনো বাড়ি। সব কেমন প্যাঁচানো ঘোচানো। রান্নাঘরটাকে খুঁজে বের করতে বেশ সময় লাগলো। তারপর চুলা জ্বালিয়ে তার পাশে দাঁড়িয়ে রইলো, আগুনের তাপে হাত গরম করে করে গালে, গলায়, পেটে তাপ লাগিয়ে ঠান্ডা ভাবটা দূর করলো। পেটের দিকে তাকিয়ে মনে মনে বলল,
"কিছু হবে না সোনা, কালকেই মা গিয়ে একটা কম্বল কিনে আনবো। আজকের রাতটা আমরা এই আগুনের পাশে কাটিয়ে দেব হ্যাঁ? অনেক রোমান্টিক না ব্যাপারটা? হি হি। এখন ঘুমা সোনা। মা ঘুমিয়ে পড়েছিলাম বলেই তো তুই এতক্ষণ শীতে কষ্ট পেয়েছিস! সরি মা। আর এমন হবে না। এখন থেকে মা সবসময় খেয়াল রাখবে।"
Title | সুখী বিবাহিত ব্যাচেলর |
---|---|
Author | মৌরি মরিয়ম |
Publisher | অধ্যয়ন |
ISBN | 9789848072529 |
Number of Pages | 478 |
Country | Bangladesh |
Language | বাংলা |